মুক্ত আকাশ মুক্ত বাতাস
মুক্ত মনের মেলা,
আপন মনে মুক্ত হয়ে সেদিন
খেলেছি কত খেলা।
মেখেছি সেদিন পথের ধুল
গায়েতে কাদা মাটি,,
জীবন সেদিন মধুর ছিল
ছিলই বুঝি খাঁটি।
মেঠো পথে ঘুরেছি কত
সকল বালক মিলে,,
ইচ্ছা মত কেটেছি সাঁতার
শাপলা ফোঁটা বিলে।
লাটাই হাতে উড়িয়ে ঘুড়ি
কাটা ধানের ক্ষেতে,
বনভোজনের ভোজন খাওয়া
কলার পাতা পেতে।
ফসল কাটা ফাঁকা মাঠে
কতই ছুটা ছুটি,,
খড়ের গাদায় সবাই মিলে
কতই লুটোপুটি।
হঠাৎ করে নিশি ভোরে
ভাঙ্গে চোখের ঘুম,
ঝড় ছিলো সেই রাতে তাই
আমা কুড়ানোর ধুম।
সাঁঝের বেলা প্রদীপ জ্বেলে
পড়তে বসা বই,,
এমন সোনার সেদিন গুলি
কোথায় গেল ঐ।
বেজায় খুশি হতাম সেদিন
পুজোয় নতুন জামা কিনে,,
ভাসিয়ে দিতেম মন টা সেদিন
নীল আকাশে সাদা মেঘের সনে।
সেদিন ছিল অগাধ সময়
স্বপ্ন ছিলো ছিলো চোখে,
আজ সময় কেন ব্যস্ত এত
কেন যায় না ধরা তাকে?।
সেই মুক্ত আকাশ মুক্ত বাতাস
সেই মুক্ত মনের মেলা,
হারিয়ে গেল কোথায় সেদিন ?
সেই আমার ছেলেবেলা।।