কবি যোগীন্দ্রনাথ সরকার ( Jogindranath Sarkar )-এর একটি জনপ্রিয় আনন্দের বাংলা কবিতা (Bangla Kobita) ছেলে মেয়ে ( Chele Maye )।
পরীর দেশে মনের সুখে থাকত ছেলেমেয়ে,
হাসির ছটায় মুখ দু’খানি থাকত সদা ছেয়ে।
ফুলের মতো কচিমুখে তারার মত আঁখি,
খেলার সাথি ছিল তাদের বনের যত পাখি।
সুর মিলায়ে পাখির তানে করত তারা গান,
আকুল হয়ে উঠত হৃদয়, জুড়িয়ে যেত প্রাণ!
বনে বনে ফিরত তারা পাখির সনে গেয়ে,
পরীর দেশে মনের সুখে থাকত ছেলেমেয়ে।