ছোটবেলার ইচ্ছে —টিটু
-

শেয়ার করুন

*ছোটবেলার ইচ্ছা* 

 

ছোটবেলায় সুধায় ছিলো

 আপন গুরুজনে,

বড় হয়ে কি হবো তা

ভাবছি মনে মনে।।

 

ছোট ছিলাম তাইতো মনে,

ছিলো অনেক আশা।

ডাক্তার নয় পাইলট হবো,

হবে নিজের বড় বাসা।।

 

হলাম বড়, জ্ঞানও হলো,

বুদ্ধি হলো খাসা।

জীবন যুদ্ধে নেমেই দেখি,

সব ভুল পড়েছে পাশা।।

 

চাইছি আমায় সুধায় কেউ,

আবার পুনর্বার।

ইচ্ছা এবার ফিরায় দাও,

ছোট্টবেলা আবার।।

 

                                          টিটু


শেয়ার করুন

মন্তব্য করুন