ছোটো বড়ো
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

ছোটো দেহেও বড়ো হৃদয় থাকে,

চাঁদের আলো এত মিষ্টি তবু আছে কলঙ্কের বিষ তার উৎসে।

 

ছোটো দেহও দিতে পারে সীমাহীন ভালোবাসা,

সূর্য ক্ষুদ্র তবু ছড়ায় আলো যতটা পারে অন্তহীন আকাশে।

 

ছোটো দেহেও বাস করে ছোটো দেহ,

এক বিন্দু জলও ঘর বাঁধে এক বিন্দু জলের সাথে-

ক্রমে জন্ম নেয় সাগর।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১৬ই জুন,২০২৩,সকাল ৯:৪০, বারুইপুর 

 


শেয়ার করুন

মন্তব্য করুন