ঝর্ণা বললো তোর সাথে কথা আছে,
সরে এসে খুব কাছে,
বেশ খানিকটা ছুটলাম স্রোত বেয়ে ,
রাগ করে যদি নদী হয়ে যায় পাছে
তাই আমি ভয়ে ভয়ে,
নাম লিখলাম ছোট বড় সব ঢেউয়ে !
আকাশকুসুম মেঘ বলেছিলো, দেখি,
আকাশে ওড়াবে নাকি,
উল্লাসে তাই ডানাদুটো মেলি শূন্যে,
যেহেতু স্বপ্ন রয়ে গেছে বহু বাকি,
আকাশে স্বপ্ন আঁকি,
মনে হলো এতো আকাশ অনেক পুণ্যে !
নদী কুলকুল অবাক বেভুল সুখ !
উথাল পাথাল বুক
যদি বয়ে যায় আমায় একলা রেখে
নদীতে দিলাম অনেক স্বপ্ন এঁকে
স্বপ্নভঙ্গ জলতরঙ্গ,
কয় ফোঁটা জলে ভিজল ওর চিবুক
আসলে সবাই নিজের মতোই ছুটি
ঝর্ণা নদী বা পাখিটি,
আকাশগঙ্গা শুধু একরঙা কেন
ভুবনডাঙাটি মনভাঙ্গা, ওল্টানো
জলতরঙ্গ কেমন রঙ্গ
সময় কাটে না আমরা সময় কাটি !
ঝর্ণার সাথে বহুকাল নেই দেখা,
আকাশ মেঘেতে ঢাকা,
সব কলরব ব্যথায় নীরব
বৃথা ধারাপাতে ভাঙা উৎসব
স্বপ্নভঙ্গ, ধুয়ে যাওয়া রঙ
একলা পাখিটা ভীষণ ভীষণ একা !