জাগ্রত বিবেক বরুণ হালদার Barun Halder
-

শেয়ার করুন

জাগ্রত বিবেক

বরুণ হালদার

 

হে বীর, 

হে সত্যের সৈনিক,

প্রখর দীপ্ত তব আঁখিযুগল।

তুমি শিখা নও,

 সূর্য শিখা জ্বেলে বৈদিক জ্ঞানের 

আগুন জ্বেলে, 

সনাতন ধর্ম পৌঁছে দিয়েছো 

বিশ্ব দরবারে।

 

পরম সহিষ্ণুতা মন্ত্রে উদ্বুদ্ধ 

করলে জগত সংসার।

তোমার নামে, 

বিশ্ববাসী ভারতবাসীকে জানে।

হে চির নবীন, 

তোমার আর আমার মাঝে 

সময়ের ব্যবধান অনেক, 

ঘুরে গেছে বহু, বহু বার্ষিক গতি।

 

আজও তৈরি হয়নি তোমার কাঙ্খিত 

পুব ও পশ্চিমের আত্মিক মিলন।

হে দিব্য জ্যোতি,

তুমি ওপারে আমি ও আমরা এপারে,

সময়ের সমীকরণে যাই হোক না কেন,

উদার দুবাহু বাড়িয়ে দিয়ে গেছো 

সমুদ্রের মতো সীমাহীন প্রেমশক্তি।

 

তাইতো বিহ্বলিতো আইরিশ লহরী, 

লিন হয়ে গেছে বিবেক গঙ্গায়।

হে তরুণ যোগী, 

আমার মত কত ভারতবাসী ও

বিশ্ববাসীকে, 

অমানিশার দিনে দীপ জ্বেলে পথ

দেখিয়েছো, দেখিয়ে চলেছো এখনো।

 

হে প্রেমময় তরুণ গৈরিক,

সংসার সুখ পদদলিত করে মানব 

সেবায় উৎসর্গ করেছো নিজেকে।

তুমি চেয়েছিলে মানব কল্যাণ 

মানুষের সামাজিক ও আত্মিক পরিত্রাণ ।

 

তুমি এক অবাক চাঁদ কৃষ্ণপক্ষ 

যেথা চির বিলুপ্ত।

তোমার স্নিগ্ধ আলোয় আলোকিত 

মানব সমাজ।


শেয়ার করুন

মন্তব্য করুন