কবি রাখাল বিশ্বাস (Rakhal Biswas) -এর একটি জনপ্রিয় / আনন্দের বাংলা কবিতা (Bangla Kobita) জানতে হলে (Jante Hole)।
নীল ভরা দ্যাখ আকাশখানা
ভাসছে তারার মুখ
ভোর বেলাতে সূর্য দিলো
ছড়িয়ে আলোর সুখ।
উড়োজাহাজ চলছে জানিস্
হাওড়া উড়ে—হন্যে
রেলের চাকা চলছে সুখে
বলতো কি’সের জন্যে ?
গাছের গোড়ায় জল ঢাললে
মেলে সবুজ হাসি,
টেলিফোনের কোথার জোয়ার
যায় দূরে যায় ভাসি ।
রূপকথা নয় এসব কিছু
চুপ করে আজ কই
জানতে হলে সেই কাহিনী
পড় বিজ্ঞান বই ।