জীবনের সংজ্ঞা
- চন্দন চ্যাটার্জি

শেয়ার করুন

জীবন হল একটা সমীকরণ যেটার

দুই দিক সমান হওয়া প্রয়োজন ।

জীবন হল একটা  কবিতা  যার

মুখরা ও অন্তারার মধ্যে মিল থাকা প্রয়োজন।

জীবন হল একটা  ইতিহাস যেখানে

যুদ্ধবিগ্রহের মধ্যে সন্ধি থাকা প্রয়োজন।

জীবন হল একটা  কাব্য যেখানে

নানা ঘটনার ঘন ঘটা থাকা প্রয়োজন।

জীবন হল একটা সংগীত যেখানে

সুমধুর সুরের মূর্ছনা থাকা প্রয়োজন।

জীবন হল একটা খেলা যেখানে

হার জিতের সঙ্গে খেলোয়াড় সুল্ভ আচরণ থাকা প্রয়োজন ।

জীবন হল একটা মেলা যেখানে

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি থাকা প্রয়োজন।

 

জীবন হল একটা  ধর্ম যেখানে

অন্য ধর্মের মানুষের সমাবেশ থাকা প্রয়োজন।

জীবন হল একটা ‍সূর্যাস্ত তবুও

  সূর্যোদয় জন্য অপেক্ষার প্রয়োজন।

জীবন হল একটা  প্রত্যাশা যেটা

পূরণের জন্য দৃঢ় মনোবল থাকা প্রয়োজন।

জীবন হল একটা  স্বপ্ন যেটা

বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।

জীবন হল একটা খোলা চিঠি  যার

প্রতিটি শব্দের সঠিক অর্থ হওয়া প্রয়োজন।

জীবন হল একটা গোপন কথা যেটা

নিজের মধ্যে অন্তনিহিত থাকা প্রয়োজন।

জীবন হল একটা  সত্য যার

জন্য সব কিছু ত্যাগ করা প্রয়োজন।

জীবন হল একটা কঠিন বাস্তব যার

সামনে সোজা হয়ে দাঁড়ানো প্রয়োজন।

জীবন হল একটা  আত্নসস্মান যার

জন্য শিরদাঁড়া শক্ত করে থাকা প্রয়োজন।

 

জীবন হল একটা ভুল যেটা

থেকে   ভবিষ্যতের শিক্ষা নেওয়া প্রয়োজন।

 জীবন হল একটা পথ যেটা

বিরামহীন চলার জন্য প্রয়োজন।

জীবন হল একটা দুঃখ যেটার

জন্য নিজে শুধু কষ্ট স্বীকার করা প্রয়োজন।

জীবন হল একটা সুখ

যেটা সকলের সাথে ভাগ করে নেওয়া প্রয়োজন।

জীবন হল একটা  প্রতিশ্রুতি

সাথিকে সবসময় সঙ্গে রাখা প্রয়োজন।

 

অতএব দুর্লভ এই মনুষ্য জীবন,

জীবের সেবায় উৎসর্গ কর এই জীবন।

 

স মা প্ত

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন