নিভু আলো পিটপিট,
মেজাজখানা খিটখিট!
গাছে ওঠা তরতর,
কানে বাজে ফরফর!
নদীতটে ঝিরঝির,
চোখ কাঁপে তিরতির!
মেঘ ডাকে গুড়গুড়,
কাঁচ ভেঙে চুরচুর!
লোকের ভীড় গমগম,
ভয়েতে গা ছমছম!
বুক করে ধুকধুক,
বউটি লাল টুকটুক।
খুশির হাসি খলখল,
বেঁঢপ ভুঁড়ি থলথল!
দেহখানা লিকলিক,
রেলগাড়ি ঝিকঝিক।
টেনে নেয়া হিড়হিড়,
কথা বলা বিড়বিড়।
কাসারি বাজে ঠংঠং,
ঘন্টাধ্বনিতে ঢংঢং!
পরিস্কার ঝকঝক,
কথা বেশি বকবক।
হাওয়া বহে শনশন,
থালা-বাটি ঝনঝন!
ঘড়ির কাঁটা টিকটিক,
সত্যকথা ঠিকঠিক।