জয়ন্তী
- পার্থ বসু

শেয়ার করুন

জানিনা কোথায় আছো, আছো কোন বেসে,,

হয়তো ভালোই আছো, তুমি ভিন-দেশে,,

তুমি তো বন্ধু কভু বুঝবে না মোরে,

তাই মুছে দিয়ে সব আশা আমি চলি ফিরে,,

ফিরে চলি আমি একা দুর্গম পথে,

একলা পথিক আমি কেহ নাহি সাথে,,

তুমি তো ভালোই আছো, থাকবে ও জানি,,

ভুলে গেছো তুমি মোরে ওগো বিদেশিনী,,,

ভুলে যেতে সেই চায়- যার মনে থাকে,

আকাশ কি ঝরে যাওয়া তারা মনে রাখে?,,

ঐ আকাশের মত হৃদয়ে তোমার ভরে থাক সুখ আর শান্তি,,

জানি না কোথায় আছো তুমি,, যেখানে ই থাকো ভালো থেকো…তুমি.. জয়ন্তী,,,,,,


শেয়ার করুন

মন্তব্য করুন