তফাৎ
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

সূর্য সেই সৃষ্টির শুরু থেকেই আলো দিয়ে আসছে

অথচ একদিনের জন্যেও তার আলো নিভে যায় নি,

কিন্তু মানুষের সৃষ্ট বৈদ্যুতিক বাতি একনাগাড়ে

দীর্ঘক্ষণ জ্বলতে পারে না।

এই হোলো তফাৎ প্রাকৃতিক বস্তু আর কৃত্রিম বস্তুর মধ্যে।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৪/২/২০২৪

 


শেয়ার করুন

মন্তব্য করুন