তুমি আমার
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

তুমি আমার 

শুধু আমার।

এই বিশ্বে তুমি আমার 

শুধু আমার।

তুমি আমার দুই নয়ন-দুই ঠোঁট

আমার ভাগ্য 

আমার মন-প্রাণ-আত্মা 

আমার রক্ত 

আমার শিরা-উপশিরা 

আমার যৌবন-বার্ধক্য 

আমার অতীত-বর্তমান-ভবিষ্যৎ 

আমার চাওয়া-পাওয়া 

আমার কামনা-বাসনা।

তুমি আমার ঠিক-ভুল 

আমার এগিয়ে চলার সাথী 

আমার বিধাতা।

তুমি আমার কষ্টের জীবন 

আমার খেলাময় জীবন 

আমার ছেলেখেলার জীবন 

আমার একরাশ দুঃখ 

আমার বুকভরা আনন্দ।

তুমি আমার তিন লক্ষ পাতা লেখা উপন্যাস 

আমার মন কেমনের দিন 

আমার দখিনা বাতাস 

আমার কালবৈশাখী ঝঞ্ঝা।

তুমি আমার শরতের দিন 

আমার মেঘলা রাত 

আমার শীতের দিন 

আমার গ্রীষ্মের রাত।

তুমি আমার জন্ম 

আমার মৃত্যু 

আমার অসুখ 

আমার সুখ।

তুমি আমার উদ্‌ভ্রান্ত জীবন 

আমার স্বাভাবিক জীবন।

তুমি আমার সবকিছু 

তুমি আমার এই দেহখানা।

 

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৩/৫/২০২৪

 


শেয়ার করুন

মন্তব্য করুন