তুমি আমার কে?
-

শেয়ার করুন

সত্যি করে বলো তুমি আমার কে?

তোমার কথা ভেবে ভেবে মাথা যায় ধরে।।

যদি তোমায় বন্ধু ভাবি , মন চায় আরো..

যদি ভাবি প্রেমিকা তোমায়, মন হয় জোরালো।।

অহেতুক সব চিন্তা ভাবনা, করছি তোমায় নিয়ে,

আদেও কি আমি আছি, তোমার মনের কোনো কনে।।

তোমার থেকেই শুরু আমি,তোমার মধ্যে শেষ,

তোমার কথা ভাবলেই লাগে মনে প্রেমের আবেশ।

অবশেষ এ , একটাই প্রশ্ন তোমাকে নিয়ে….

সত্যি করে বলো তুমি আমার কে?


শেয়ার করুন

মন্তব্য করুন