তুমি আসবে তো?? ~পার্থ বসু
-

শেয়ার করুন

তুমি আসবে তো?

রহিব যে সেদিন ও আমি তোমারি অপেক্ষায় ঠিক এই খানে,,

সোনালি রোদের রঙিন আলোয় ভরা যেন কোনো সেই দিনে ।

 

 

তুমি আসবে তো?

শরতের ভোরে শিশির ভেজা ঘাস দলিয়ে তোমারি পায়,,

সেদিন শিউলির সুভাষ মাখিয়ে হৃদয়ে তোমারি আসবে যে মোর আঙিনায়।

 

 

তুমি আসবে তো?

যখন আমি আপন মনে গাইবো এ গান সেই চেনা সুরে,

আনমনা হয়ে যেন কোনো এক নিরালা দুপুরে,,

আসবে তুমি যেন সেই ক্ষণে সুরে সুর তুলে পায়ের নূপুরে ।

 

 

তুমি আসবে তো?

কোনো একদিন সেই সোনালি বিকালে এই তরু ছায়ায়,,

চুপিসারে পিছু হতে সেদিন ও যে চেনা নামে ডাকবে আমায়।

 

 

তুমি আসবে তো? ,

সেই কোনো এক রাঙানো মেঘের সিঁদুরে গোধূলি বেলায়,,

স্বপ্নের দেশে, যাবো যেন ভেসে, তোমাকে নিয়ে ঐ মেঘের ভেলায়।

 

 

তুমি আসবে তো?

যেন কোনো এক মধুময় প্রেমের শিহরণ অনুভূতি ভরা সেই সন্ধ্যায়,,

প্রেমে মন আন-চান পুলকিত হবে প্রাণ, সেই রাতে বাতাসে ছড়াবে ঘ্রাণ ঐ রজনীগন্ধায় ।

 

 

তুমি আসবে তো?

অঝোর ঝরে ঝরিবে বারি যখন কোনো এক শাওন রাতে,,

যেন কাছে এসে তুমি হাতে হাত খনি রাখিবে আমারি হাতে ।

 

 

তুমি আসবে তো?

আজও কেনো আসলে না তুমি? পার হয়ে গেল ঐ কত যে শীত বসন্ত,,

সহস্র বসন্ত শেষে ও আমি রইবো তোমারি অপক্ষায়- সত্যি তুমি আসবে তো???


শেয়ার করুন

মন্তব্য করুন