তুমি ফিরেছ নতুন রূপে
-

শেয়ার করুন

তুমি নতুন রূপে আবার ফিরে এসেছ,
অসম্ভব রকমের জীবনি শক্তি নিয়ে।

সেই আশাহত ব্যর্থ হৃদয়ে,
পরাজিত জীবনের গ্লানি গুলো,
পানির মতো স্বচ্ছতা ফিরে পেয়েছে।

নতুন ভোরের উদীয়মান সূর্যের রেখা মিলেছে,
পূর্বের ব্যথা গুলা ধুয়ে গিয়েছে শুভ্র শিশিরের জলে।

তুমি ফিরেছ তাই,
জীবন ফিরে পেয়েছে শক্তি,
হৃদয় ফিরে পেয়েছে সাহস,
কবি ফিরে পেয়েছে কাব্য,
প্রকৃতি ফিরে পেয়েছে সজীবতা।

তুমি ফিরেছ তাই,
আকাশ ফিরে পেয়েছে নীল,
মেঘেরা ফিরে পেয়েছে জল,
চাঁদ ফিরে পেয়েছে আলো।

তুমি নতুন রূপে ফিরেছ তাই;
আনমনা পাখিরা পেয়েছে নীড়,
হিমেল হাওয়া রা পেয়েছে শক্তি,
সাগর পেয়েছে উত্তাল ঢেউ।

নতুন রূপে ফিরে এসেছ তাই;
আমি খুঁজে পেয়েছি আমাকে,
দেখেছি জীবনের নতুন রূপ,
জেগেছি আবার একসাথে নতুন পৃথিবী দেখব বলে।


শেয়ার করুন

মন্তব্য করুন