কবিতা: তুমি যেন আমার হয়ে যাও
লেখা: অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি ভগবানের কাছে প্রতিদিন
কেঁদে কেঁদে বলি,
তুমি যেন আমার হয়ে যাও।
আমি তাঁর কাছে টাকা গাড়ি বাড়ি কিছুই চাই না
শুধু চাই তুমি যেন আমার হয়ে যাও।
ওসব নিয়ে আমি সুখে থাকতে পারব না
আমি সুখে থাকব শুধু তোমাকে নিয়ে।
তার চাইতে যদি আমাদের পেট চালানোর জন্য
আমায় ভিক্ষা করতে হয়
তাতেও আমি রাজি।
বিশাল উঁচু বাড়ি বানিয়ে
অনেক ধন-সম্পত্তি করেও আমি পারব না সুখে থাকতে
পারলে তোমাকে নিয়ে পর্ণকুটিরেই থাকব —- তাও সুখে থাকব।
দু-তিনটে ভালো ভালো গাড়ি কিনে
সেগুলোতে চড়ে এদিক-ওদিক করতে আমার ভালো লাগবে না
তার চাইতে তুমি আর আমি পারলে হেঁটে হেঁটেই সারা পৃথিবী ঘুরে বেড়াব —-
সে অনেক সুখের হবে।
তোমাকে ছাড়া আমি আর অন্য কোনোকিছু নিয়ে সুখে থাকতে পারব না —-
সুখে থাকব শুধু তোমাকে নিয়ে,
পারলে খোলা আকশের নিচে থাকব একসাথে
তাও সুখে থাকব
তাই তো ভগবানের কাছে প্রতিদিন
কেঁদে কেঁদে বলি
তুমি যেন আমার হয়ে যাও।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৮/৬/২০২৪