তোমাকে চাই আমার
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

তোমাকে চাই আমার

আমার তোমাকে ভীষণ দরকার

তোমাকে না পেলে আমার এ জীবন রাখার নেই কোনো প্রয়োজন আর।

আমার বেঁচে থাকার জন্য তোমাকে লাগবে

আমার ভালো থাকার জন্য তোমাকে লাগবে।

কিন্তু তোমাকে কোথায় পাচ্ছি?

সেই কবে থেকে তোমায় ডেকে যাচ্ছি

তবুও সাড়া দিচ্ছ না একদমই।

আমি বলছি না আমাকে ভালোবাসতে

শুধু বলছি আমার কাছে এসে থাকতে।

আমাকে তোমার পছন্দ না হলে 

ভালোবাসবে না — কোনো ক্ষতি নেই এতে

শুধু বলছি আমার কাছে এসে থাকতে।

আমি শুধু তোমায় ভালোবেসে যাব

আর এভাবেই আমি জীবন কাটিয়ে দেব।

 

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী

৬/৮/২০২৪

 


শেয়ার করুন

মন্তব্য করুন