তোমার উদ্দেশ্যে লিখেছিলাম একটা চিঠি।
মেঘেদেরকে ওটা দিয়েছিলাম।
আমি তো তোমার ঠিকানা জানিনা,
যদি মেঘেরাই চিঠিটা তোমার কাছে পৌঁছে দেয়-
এই ভেবে।
কিন্তু ওরা পরে জানায়-
সারা বিশ্ব ভ্রমন করেও নাকি
তোমার খোঁজ পায়নি।
তাই সেই দুখে,
অঝোর ধারায় কেঁদে,
চিঠিখানাকে কোথায় হারিয়ে ফেলে!
শেষে ভেবেছিলাম ওদের কাছে দেওয়া ভুল হয়েছিল,
আমি নিজে তোমাকে দিলে ভালো হতো।
কিন্তু তোমাকে পাব কোথায়?
তুমি এখন থাকো কোথায় তাই তো জানিনা।
কোনো খোঁজখবর নেই যে,
যেদিন তোমার মুখাগ্নি করে এলাম তারপর থেকে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৫মে,২০২৩,বিকাল ৫টা, বারুইপুর