সূর্যমুখীর মতো তোমায় ভালোবাসি,
তোমার দেখা না পেলে পড়ে থাকি জীবন্ত মরদেহ হয়ে।
নূপুরের মতো তোমায় ভালোবাসি,
তুমি না পায়ে বাঁধলে আমায়, দেহে প্রাণ থাকে না যে।
চাতকের মতো তোমায় ভালোবাসি,
তোমার কাজলধোয়া চোখের জল এ বুকে না পড়লে
প্রাণ যেন হা-পিত্যেশ করে বেড়ায় একটু নিঃশ্বাসের আশায়।
হৃদপিন্ডের মতো তোমায় ভালোবাসি,
তুমি আমার শরীরে না থাকলে শরীর কি বেঁচে থাকবে?
২২/০৬/২০২৩
অর্ঘ্যদীপ চক্রবর্তী