রাতের খোলা আকাশের নিচে শুয়ে দুটি চোখ বন্ধ করেও দেখছি দুটি তারা আমাকে দেখছে।
সারা আকাশে আর একটিও তারা নেই
কেবল ঐ দুটি তারা ছাড়া।
একটি মানুষের দুটি চোখ যে দূরত্বে থাকে
ঠিক একই দূরত্বে অবস্থিত দুটি তারা আমাকে দেখছে।
আশ্চর্য হয়ে গেলাম!
আমার মনে অনেক প্রশ্ন জাগল।
সারা জীবনে এত কাছাকাছি কোনো তারাদের থাকতে দেখিনি।
আচ্ছা, যেকোনো সময় তো ওদের ধাক্কা লেগে যেতে পারে!
আসলে এই নিচের চোখ দুটি চিরঘুমের দেশে আছে, বর্তমানে আমার দুটি চোখ আকাশের দুটি তারা হয়েছে!
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/০৬/২০২৩, রাত
বারুইপুর