দূরে থাকলে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

দূরে থাকলে তোমায় দেখতে ইচ্ছে হয়,
কাছে থাকলে তো কাছেই থাকো- দূরত্বটা বুঝি না যে।

দূরে থাকলে বড় একা থাকি তাই কাঁদার সুযোগ পাই।
তোমার দিকে তাকিয়ে থাকলে বুঝি কি একেলা চোখেও বৃষ্টি ঝরে?

দূরে থাকলে তোমার কথা ভাবি।
অন্য সময় এত হাসি আড্ডায় ডুবিয়ে রাখো যে,
বুঝি না একা থাকলে কথা বেরোয় না, মন খুঁজে চলে যাকে খোঁজার।

দূরে থাকলে গোলাপকেও তোমার ঠোঁট ভাবি।
অন্যসময় মনে হয় না-
যখন তুমি গোলাপ ঠোঁটে রেখে আমার ঠোঁটে ঝুঁকে পড়ো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪/০৬/২০২৩
বারুইপুর


শেয়ার করুন

মন্তব্য করুন