নতুন বছর
-

শেয়ার করুন

কালবৈশাখীর পাগলা ঝড়

বৈশাখেতে ওঠে,

পাকা ফলের মধুমাস

জ্যৈষ্ঠ নেয় লুটে! 

বাদল নামে আষাঢ় মাসে

আকাশ মেঘে ঢাকা,

শ্রাবণ মাসে ভরা নদী

কুল ছাপিয়ে থাকা।

ভাদ্র মাসে তালপাকা রোদ

শ্যামল ধান দুলে,

আশ্বিন মাসে মিষ্টি গন্ধ

শিশিরভেজা ফুলে।

কার্ত্তিকে নবান্নের টানে

দোলা লাগে প্রাণে,

চাষীর মুখে হাসি ফোটে

ক্ষেত ভরা অঘ্রাণে।

কুয়াশার চাদরে ঢেকে

পৌষ মাসের ভোর,

হাড়কাঁপানো মাঘের শীতে

ভয় হয়ে যাক দূর!

ফাগুন দিনে ফুলের বাহার

শিমুল পলাশ বন,

চৈতী রোদের তপ্ত দুপুর

বটের ছায়ে মন।

আবার আসে নতুন বছর

পহেলা বৈশাখ,

পুরাতন সব জরাজীর্ণ

দূর হয়ে যাক।

 


শেয়ার করুন

মন্তব্য করুন