নবান্ন
-

শেয়ার করুন

আষাঢ়ে আদরে ভিজে যখন ভোরের শিশু রোদ শুয়ে শুয়ে 

দোল খায় যখন সবুজ ধান খেতে ,

তখন থেকেই চাষা শুরু করে 

স্বপন দেখতে 

আশ্বিন শেষে স্বপ্ন হাসে আকাশে বাতাসে 

নোংরা ঘাম বুঝি দাম পায় 

পৌষের আলপনায়।

পিঠে পায়েস গন্ধে

বাতাস নাচে ছন্দে।

নবান্ন উৎসবের আমেজে

রাত হাসে শিশির ভিজে,,,,


শেয়ার করুন

মন্তব্য করুন