নরক
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আমি চোখের বাইরে দেখি যে জগৎটা,

অন্তরে দেখি না তা।

দু’চোখ বুজলে দেখি শুধু আলো আর আলো,

তাতে অন্তরের আঁধার নেভে না।

অন্তরটা যে এমনই,

বেমানান বড়ই।

তাই আমায় সৃষ্টিছাড়া মনে হলেও-

সৃষ্টিরই তো অংশ।

সাক্ষাৎ অভিশাপ হয়ে রয়েছি বিশ্ব ব্রহ্মাণ্ডে-

নরক আমার নাম, অপর একটি ঠিকানা মৃত্যুর পরে।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

৩জুন,২০২৩, সন্ধ্যা সাড়ে সাতটা, বারুইপুর 

 

 

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন