নীল ব্যথা
-

শেয়ার করুন

জামার বাঁ পকেটে চিঠিটা রেখে

দিতে গিয়েছিলাম তোমাকে-

কিন্তু, আমাকে ফিরিয়ে দিলে,

ভুলেও বললে না দুটো কথা।

একরাশ দুঃখ থেকে গেল।

চিঠির শব্দগুলো প্রকাশ হতে না পেরে-

আকাশচাপা কষ্ট নিয়ে জমাট বেঁধে থাকে।

বুকটা যন্ত্রণায় নিঃশব্দে আর্ত চিৎকার করে ওঠে,

জামার বাঁ পকেটে হাত রেখে দেখি-

হাতে রক্ত লেগে।

তৎক্ষণাৎ মাথা নিচু করে তাকাই-

বুকের বাঁ দিকে উজ্জ্বল করে,

নীল আভা জেগে রয়েছে।


শেয়ার করুন

মন্তব্য করুন