নীল শাড়ি
-

শেয়ার করুন

নীল শাড়ি 

সিয়াম রহমান ।

নীল শাড়িতে এলো মায়াবতী 

কপালে কালো টিপ তার, 

মনে চায় চেয়ে থাকি 

অনন্ত কাল জুড়ে ।

ওমায়াবী! দাঁড়াও একটু 

নীল শাড়ি,  কালো টিপ, খোলা চুল

আমিও ভালো বাসি ।

তোমার ঐ সাজে 

দু’মুঠো কাঁচের চুড়ি আর 

ঝুমকো কানের দুল,

মন্দ হবে কী? 

 
 
 
 

শেয়ার করুন

মন্তব্য করুন