পঁচিশে বৈশাখ pachise baishakh.poem of Barun Barun halder
-

শেয়ার করুন

পঁচিশে বৈশাখ

         বরুণ হালদার

শুধু ফুলে নয়, মালায় নয়,

জন্মদিনে বরণ করি মনে।

কীর্তি তোমায় করেছে মহান,

তুমি আছো বিশ্ববাসীর প্রাণে।

প্রতিবছর তোমার জন্মদিন,

পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে,

পূজিত হ‌ও তুমি বিশ্ববাসীর, চিন্তা-চেতনা হৃদয় মন্দিরে।

বঙ্গসাহিত্যের কোনায় কোনায়,

সু-নিপুন  তোমার বিচরণ।

জন্মদিনে গানে ও কবিতায়,

আমরা করি তোমায় স্মরণ।

তোমার সৃষ্টির সব‌ই যেন,

প্রবাহমান অসীম অমৃতধারা।

গীতাঞ্জলি কিংবা গীতবিতান,

পড়ে হয়ে যাই আত্মহারা।

আমাদের ছেড়ে চলে গেছো, অমৃতলোকে বহুকাল আগে।

আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে।

জন্মালে তার মৃত্যু হবে,

হেথা কেহ নহে অমার।

তোমার সৃষ্ট অমৃত বাণী,

করেছে তোমায় অমর।

বিশ্বকবি মনের গুরু,

আমার প্রাণের গুরু তুমি।

দিন-রাত পাই তোমার ছোঁয়া,

ধন্য যে হ‌ই আমি।


শেয়ার করুন

মন্তব্য করুন