পতি-পত্নীর মীমাংসা
-

শেয়ার করুন

পতি পত্নীর মধ্যে তুমুল ঝগড়া হয়ে গেছে। প্রায় অর্ধেকটা দিন কেহই কারো সাথে কোনো কথা বলল না। বিকেলের দিকে পত্নী স্বামীর কাছে এসে বলল,“দেখ এভাবে ঝগড়া করে, মুখ গোমড়া করে বসে থেকে লাভ নেই। আমাদের সমস্যা আমাদেরই মিটিয়ে নিতে হবে। তাই তুমি কিছুটা “Compromise” কর আমি কিছুটা করি। এটি শুনে স্বামী বলল- “ঠিক আছে, আমাকে কি করতে হবে?” 

স্ত্রী বলল- “তুমি আমার কাছে ক্ষমা চাও, যে এরকম আর করবেনা। আর আমি তোমাকে ক্ষমা করে দিই। ব্যস “Compromise” হয়ে গেল!

 


শেয়ার করুন

মন্তব্য করুন