জীর্ণ-জামা গাত্রে তাদের
পায় না খেতে খাদ্য স্বাদের
পথশিশু যারা,
ক্ষুধার জ্বালা নিত্য সাথী
পথের ধারে কাটায় রাতি
পিতামাতা হারা।
কায়া পুড়ে তপন-তাপে
মাঘের শীতে বড্ড কাঁপে
বৃষ্টি হলেই সিক্ত,
পায় না তারা স্নেহের পরশ
জীবন অতি শূন্য-হরষ
সর্বহারা রিক্ত।
দুমুঠো ভাত যাচ্ছে খোঁজে
তাদের বিষাদ কেউ না বোঝে
জুটে প্রহার হেলা,
আহার যাচে দ্বারে দ্বারে
না পায় যদি অনাহারে
কাটে তাদের বেলা।
বঞ্চিত সব সুযোগ থেকে
তাদের প্রতি কে বা দেখে
স্বাধীন বাংলাদেশে?
সবার শুনি অট্টহাসি
তাদের চোখে অশ্রু আসি
সর্বদা যায় ভেসে।