পথের দিশা (সৌগত মজুমদার)
-

শেয়ার করুন

            ‌       পথের দিশা 

       কলমে : সৌগত মজুমদার

    মাগো, প্রণাম দিয়ে করছি শুরু

        তুমি যে আমার প্রথম গুরু ।

        প্রথম যেদিন কেঁদেছি আমি,

        অনেক খুশি হয়েছিলে তুমি।

  তবে আজ কেন তুমি আর হাসো না?

 আমি জানি তোমার ওই মিথ্যা হাসিতে,

      লুকিয়ে আছে অনেক বেদনা ।

     তবুও তুমি কেন যে হার মানো না ?

আসলে তুমি হচ্ছো গিয়ে আমার পথের আলো

          তবুও মা !     বলছি আমি,

তোমার হাসিটা মিথ্যা হলেও দেখতে বেশ ভালো।

       শুনছো গো মা, আমি তোমাকে-

                -অনেক ভালোবাসি

        আজকে আমায় দাও গো বিদায়

            এবার          তবে        আসি।

             বুকটা আমার ঝাঁঝরা হলো-

                    -কান্না তুমি করোনা,

এদেশ-ওদেশ যুদ্ধ বাঁধায় সবই নেতাদের ছলনা।

             আজকে আমি না ফেরার দেশে

                         শহীদ সবাই  বলছে,

    তোমার মতো মায়ের জন্যই দেশটা শুধু চলছে।

 

 

          

 


শেয়ার করুন

মন্তব্য করুন