দিনে রাতে বৃষ্টি পরে
নদে এলো বান।
বোয়াল মাছে দাড়ি ভাঁসায়
খোঁকা দিলো টান।
:
পুঁটি মাছে বিয়ে হবে
বোয়াল মাছের বাড়ি,
বাজার থেকে নিয়ে আসে
লাল রঙের শাড়ি।
:
কৈটুরি কে দাওয়াত দিলো
পুঁটি মাছের বিয়ে,
খোলসে বুচি ডেকে বলে
আমায় যাওনা নিয়ে?
:
আমি যাব পুঁটির বিয়ে
চাকচিক্য জল,
যাকে,যাকে ছুঁটে এলো
বুচি খোলসের দল।
:
বসতে দিলো পানি পীরি
ক্ষেতে দিলো জল,
মুখ ফিরিয়ে খেয়ে নিলো
দুলদুল ঘাসের দল
:
আমরি কী পুঁটির বিয়ে
আষাঢ় মাসে হয়।
বর এসে নিয়ে গেলো
পুঁটির হলো জয়।