পৌঁছে দাও-মতিউর রহমান সরদার
-

শেয়ার করুন

কবিতা:-পৌঁছে দাও,

কবি:-মতিউর রহমান সরদার

 

 

কত দিন হল,………….

আমার খাঁচায় বন্দী করা বোকা পাখিটাকে ছেড়ে দিয়েছি,

তাকে আর খুঁজে পাচ্ছিনা,

বারিবাহ ,

তুমিতো গগন জুড়ে আছো,

সবার উপরে,

তুমি কি দেখেছ? আমার বোকা পাখিটাকে,

তোমার সাথে যদি দেখা হয় আমার বোকা পাখির,

তুমি কি চিনতে পারবে?

আমার বোকা পাখির,

যদি চিনতে পারো,

তাকে বলে দিও মতি তোমাকে ডাকছে,

তাকে আর কখনো খাঁচায় বন্দী করবো না,

এটাও বলে দিও,

তোমার জন্য সে কাতর,

আমি জানি তুমি বলবে না….

 

পবন,

তুমি পৃথিবীর এ মুড়ো থেকে ও মুড়ো ঘুরে বেড়াচ্ছ,

তুমি কি দেখেছো আমার বোকা পাখি কে?

যদি কখনো দেখা হয়,

থেমে যাও তার সামনে,

আর বল আমার কথা তাকে,

যদি সে শুনতে না চায়,

তাকে উড়িয়ে আন আমার কাছে,

আমি জানি তুমি এমন টা করবে না,

 

আদিত্য বাবু,

তুমি কি দেখেছো আমার বোকা পাখি কে?

তুমি জানো আমার বোকা পাখি কোথায়?

বল না সে কোথায় আছে?

আমাকে যদি তুমি বলতেই বা না চাও,

যদি তোমার সাথে কখনো দেখা হয়,

আমার বোকা পাখির,

তার গায়ে কিরণ ফেলবে না,

তুমি আমাকে কথা দাও, তুমি এমন টা করবে না,

আর তাকে বলে দিও আমি তাকে খুঁজে বেড়াচ্ছি,

যেন সে একবার আমার সাথে দেখা করে,

আমি জানি তুমি এমন টা করবে না,

 

শশীধর, তারা,

তোমরা আমার পথ দেখাও রাতের অন্ধকারে,

আমি খুঁজি আমার বোকা পাখি কে,

নাতো তোমরা আমাকে বল,

আমার বোকা পাখি কে দেখেছ কি?

যদি তোমাদের সাথে কখনো দেখা হয়,

জানিয়ে দিও আমার কথা,

আমি তাদের খুঁজছি,

যেন সে একবার আমার সাথে দেখা করে,

জানি তোমরাও করবেনাএমনটাই,

 

কেউ আমার কথা শুনবে না,

না গগন, না পবন, না আদিত্য বাবু,না শশিধর,না তারা,

কেউ না,

সব নিষ্ঠুর, পাষাণ,

আমার শুধু খুঁজে বেড়াতে হবে এদিক-ওদিক,

আর চোখের পানি ফেলতে হবে,

কেউ আমাকে পথ দেখাবে না,

আমি যেমন একাই ছিলাম,

আজও একা,

 

কবি মতিউর রহমান

 

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন