প্রত্যাশা
- পার্থ বসু

শেয়ার করুন

সরকার তুমি ভ্রষ্ট আজি ঐ জনতার পোড়া মুখ,

সেই জনতার দেয়া চেয়ারে বসে কত না স্বর্গসুখ।

মন্ত্রী র ঐ ঘরেতে টাকা দেখো মেঝ থেকে ঐ ছাদ,

বেকার যুবক জুটাবে কেমনে বলনা পেটের ভাত?।

আজ গণতন্ত্র পথের ধুলায়, তোমার চোখেতে বালি,,

মানুষের মাটি কেরে নিয়েছ,মায়ের মুখেতে কালি,

ঐ সংবিধানের শপথ নিয়ে ই করেই চলেছো

ছল,

দেখতে পাওনা সন্তান হারা মায়ের চোখের জল।

নারীর সম্মান লুট করেছে তোমার অনুগামী,

ধর্ষিতার ই অপরাধ ছিল হায় রে তোমার বাণী।

রাজনীতির ঐ রীতি খানি আজ আসলে শোষণ যন্ত্র,

আর কত দেবে মানুষের কানে মগজ ধোলাই মন্ত্র?।

ভাবো যদি তুমি রবে চিরদিন,ধারণা টা তব ভুল,,

জন স্রোত এসে ভেঙে দেবে ঐ তোমার সাজানো কূল,,

হারিয়ে সেদিন চেয়ার খানি লাগবে কেমন স্বাদ?

দিকে দিকে আজ বেড়ে ই চলেছে জনতার প্রতিবাদ।

সময় সে তো ঘড়ির কাঁটা থাকবে না তো থেমে,,

হিসাব তোমায় দিতেই হবে পাই পাই সব গুনে।

হেলায় তুমি নিও না আজ ঐ জনতার আক্রোশ,,

একে একে দিন ফুরিয়ে গেলে করবে যে আফসোস।

চায় না কেহ ভিক্ষা আজ ই চায় না যে অনুদান,,

পারো যদি দিতে.. তবে দাও না তাদের কর্ম সংস্থান।

আমি নেতাজী সুভাষের স্বপ্ন খানি আজও দেখি রোজ রাতে,

সাম্যবাদের বুজরুকি নয়,সবাই যেন ভাত খেতে পায়,

যেন উন্নত শির করে সবাই চলবে যে এক সাথে।।

রাজনীতি আমি বুঝি না কোনো, বুঝি মানুষের ভাষা,,

আবার নতুন সমাজ গড়বে মানুষ, এটাই যে প্রত্যাশা।


শেয়ার করুন

মন্তব্য করুন