প্রশ্ন (prasna) -কৃষ্ণ ধর (Krishna Dhar)
-

শেয়ার করুন

কবি কৃষ্ণ ধর (Krishna Dhar)-এর একটি হাসির/মজার 😃😀 বাংলা কবিতা (Bangla Kobita) প্রশ্ন (prasna)

বিন্দুবাসিনী পিসি ডেকে ক’ন ওরে

বল্ দেখি মাথা কেন ব’সে থেকে ঘোরে ?

সূর্যটা ডোবে তার ভেজে না তো গা

চাঁদ যদি হাসে তার দাঁত দেখা না!

রোদ্দুর ওঠে বল্ কোন্ মই বেয়ে

পৃথিবীতে রাত নামে কোন সিঁড়ি দিয়ে ?

কার ধান কোটে বল্ বুদ্ধির ঢেঁকি

অভিধান ঘেঁটে বল্ সাত-পাঁচে কী ?

কতো কিলো চিন্তায় মন হয়  ভারী

আটখানা করে তারে কার হাতুড়ী ?

কতো টক খেলে মেটে শরীরের ঝাল

কোন সুতো দিয়ে বোনে চিন্তার জাল ?

বুদ্ধিটা বাঁকা হলে কে বা করে সিদে

গল্পটা গিলে খেলে মেটে কার খিদে ?

বলতো চাঁদের হাট বসে কোন বারে

সময় গড়ায় কোন্ ঢালু পথ ধ’রে ?

ভেবে ভেবে ভাইপোর চুল হল খাড়া,

পিসিমা ধুম্ -কে কন- এক পায়ে দাঁড়া ।


শেয়ার করুন

মন্তব্য করুন