প্রেমে পড়ে স্বার্থক
-

শেয়ার করুন

 

 

প্রেমে পড়ে স্বার্থক

মোঃ হেদায়েতুল ইসলাম

 

প্রেমে পড়ে ছলনার কথা বলো না,

মানব মনে প্রেম জাগায় যে কত বাসনা।

প্রেমে পড়ে  কখনো তুমি কবি হতে পারো,

লেখনি দিয়ে সত্য নির্ভয়ে প্রকাশ করো।

প্রেমে পড়ে কথার জাদু ছড়িয়ে দাও,

কোমল আচরণে মানব বুকে টেনে নাও।

প্রেমে পড়ে হটকারিতা যাও ভুলে চিরতরে,

নীতিবান কাজগুলো ছড়িয়ে দাও ঘরে ঘরে।

প্রেমে পড়ে শান্তির বারতা  ছড়িয়ে দিলে,

নয় আলসেমি কাজ করো রাত দিন মিলে।

প্রেমে পড়ে শিল্পী যদি বনে যাও,

রং তুলির আঁচড়ে বহু রূপে সাজাও।

প্রেমে পড়ে লজ্জা তোমার কমে যাবে,

প্রয়োজনে বারবার তুমি সাহসী হবে।

প্রেমে পড়ে অনেক ভালো কিছু করতে পারো,

ভালো কাজে তুমি কারো ধার নাহি ধরো।

প্রেমে পড়ে তুমি মানবিক পারো হতে,

ধৈর্যশীল হও অধৈর্য হবে না কোনমতে।

প্রেমে পড়ে রসিক তুমি হলে,

রসিকতায় মাতাবে কত কথা বলে।

প্রেমে পড়ে দেশ-বিদেশ করো ঘোরাফেরা,

বাড়বে জ্ঞান তোমার দেখবে সেরাদের সেরা।

প্রেমে পড়ে শিল্পী হলে সুর তোলো,

দেশ-বিদেশে আলোড়ন করে ফেলো।

প্রেমে পড়ে তুমি স্বার্থক হবে,

জীবজগতের তরে কাজ করো এই ভবে।


শেয়ার করুন

মন্তব্য করুন