ফিরে আর আসনি
- পার্থ বসু

শেয়ার করুন

আজ ও বৃষ্টি আসে, সে দিনে ও এসেছিল যেমন,,

শুধু আজ আর আসো না তুমি,জানি না কোথায় তুমি, আছো গো কেমন?।

একে একে পেরিয়েছে অনেক বছর, আজ আর হয় না তো দেখা,

শুধু স্মৃতি গুলি মনে পড়ে আজ লাগে বড় একা।

সেদিনের মত আজ ও বৃষ্টি ভেজা বিকালে বনফুলের গন্ধ ভেসে আসে,,

শুধু আজ আর আসো না তুমি, তাই এ দু চোখ জলে ভাসে,,

আজও সে গহন রাতে মেঘ ভেঙে উঠেছিল সেই চাঁদ খানি,

শুধু আজ আর আসো না তুমি, না ফিরে আর আসোনি,,।

আজ ও ভোরে ফুটে ছিল সেই নানা ফুল,তবু খালি ফুলদানি,,

শুধু আজ আর আসো না তুমি,না ফিরে আর আসোনি


শেয়ার করুন

মন্তব্য করুন