ফিরে আসুক
মতিউর রহমান
আসুক ফিরে আবার ধীরে
আমার ছোটবেলা,
দুপুর বেলা মাকে লুকিয়ে
খেলতে যায় মাঠে খেলা।
আসুক ফিরে আবার ধীরে
আমার বনমালীপুর মাদ্রাসা,
আসবে নাকো কখনোই ফিরে
কেবল মনে করি প্রত্যাশা।
আসুক ফিরে আবার ধীরে
ছোট্ট ছেলে মেয়ের দল,
দাঁড়াক তারা পাচিলের আড়ালে
আমি ঘর হতে পালানোর করি কৌশল।
আসুক ফিরে আবার ধীরে
সবাই একসাথে,
যেথায় সেথায় আড্ডা বসতো
গল্প হতো রাতে।