মাতৃভাষা দিবস
আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষা। আমরা কোনদিনও পারবো না ভুলিতে আমাদের মাতৃভাষাকে। বিশ্বের ইতিহাসে 21 ই, ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। মাতৃভাষাকে শ্রদ্ধা জানানোর দিন 21ই, ফেব্রুয়ারি। 21ই, ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমাদের কাছে সুপরিচিত।
1952 সালে মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার আন্দোলন পথে নেমেছিল অসংখ্য তরুণ তাজা এবং প্রাণ ও হারিয়েছে একাধিক। তাই এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালিত হয়।
17 ই নভেম্বর, 1999 সালে, ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21ই, ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
21ই ফেব্রুয়ারি, 2000 সালে,পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরপর 2010 সাল পর থেকেই বিশ্বব্যাপী 21ই, ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) আমরা পালন করে আসছি।
মাতৃভাষা দিবস বিশেষ দিনে কবি সরল দে (Srol De)-এর একটি হাসির ছড়া কবিতা (Chora Kobita) ফুলকি (Fulki)।
এই পাড়াতে লেখাপড়া চাঁদকপালে টি
ওই পাড়াতে অয় অজগর আসছে তেড়ে কি?
অজগরের লকলকে জিভ রাক্ষুসে তার হাঁ।
খোকা খোকা ডাক পাড়ে মা ঘর করে খাঁ-খাঁ।
হাতেখড়ির শেলেট ছিল চিল মেরেছে ছোঁ,
খোকার কানে দিনরাত্তির বাজে কালের ভোঁ।
বোঝা বইতে যা রে খোকা পাথর ভাঙতে যা—
অষ্টপ্রহর তাড়া করছে অজগরের হাঁ।
এই পাড়াতে লেখাপড়া চাঁদকপালে টি
ওই পাড়াতে খোকার হাতে ঠকঠকালো কী?
ঠকঠকালো চকমকি তাই ফুলকি ঝরেছে,
একপিদিমের একটু আলোয় আঁধার নড়েছে।