ফেলে আসা দিন
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

ফেলে আসা দিনের কথা ভাবলে মন ব্যথার জালে জড়িয়ে পড়ে,

নিজের অজান্তেই চোখের কোল জলে ভরে ওঠে।

এক না প্রকাশ করা কষ্ট যেন ছুটে বেড়ায় সারা বুক জুড়ে,

হাজার সান্ত্বনা, মনকে ভোলানোর কথা শুনলেও মন যেন মানেনা।

 

প্রাণ যেন বারবার আঁকড়ে ধরতে চায় মুছে যাওয়া সময়কে,

বারবার বলে, যদি ফিরে পেতাম ফেলে আসা দিনগুলো-

তাহলে, নতুন ভাবে কাটাতাম।

অসফলতাকে দূরে ঠেলে দিতাম, 

কোনটা ঠিক কোনটা বেঠিক জেনেই জীবন চালাতাম।

 

কিন্তু না, সময় বড় নিষ্ঠুর!

ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সময়কেও সৃষ্টি করেছেন।

জীবনের সব থেকে বড় শিক্ষাগুরু হল সময়।

সময়ের ফলেই তো-

জীবনের ভুলগুলোর সংশোধন হয়,

ধূলায় পড়ে থাকা মুকুট যোগ্য মর্যাদা পায়,

জীবনযুদ্ধের চাকা অন্তিমের পথে এগোয়।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

৬জুন,২০২৩, সন্ধ্যা ৬টা, বারুইপুর 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন