রাশি রাশি মিথ্যা, আর সত্যি মিলে মিশে এখানে একাকার,,
কত শত প্রতিবাদ, প্রতিকার, কত সংবাদ দুঃসংবাদ আর ভুয়ো খবরের পাহাড় ।
একাকীত্বের যাতনা কারো গিয়েছে মুছে এখানেই এসে, পেয়েছে কত যে সুখ,,
ভুল নামে পরিচয় তাতে কি বা আসে যায়, কত যেন মধুময়- এরই নাম বুঝি ফেসবুক ।
কতো কেউ এলো গেলো কে বা তার খোঁজ নিল, কে রাখে বলো তাহার হিসাব,,
বাঘে আর হরিণে এক ঘাটে জল খায়, একসাথে বাস করে নেউল আর সাপ।
কেউ বা উল্লাসে একে ওকে ভালোবাসে, কেউ হাসে, কেউ ফাঁসে ,বোঝা বড়ো দায়,,
আবার কেউ বা এখানেই জীবন চলার কোনো পথ খুঁজে পায়।
কেউ বা ফিরে পায় পুরানো প্রেম তার, করো ভাঙে ঘর, ভেঙে যায় বুক,,
বুঝি না তো এ যে কি, আমি তবে জানি কি? এরই নাম হলো ফেসবুক ।