বউ শ্বাশুড়ি যদি হতো
মা ও মেয়ের মতো,
সংসারে আর দ্বন্দ্ব বিবাদ
হবে না তো ততো।
শ্বাশুড়ি নয় মায়ের মতো
তা সকলের জানা,
বউটিও নয় পেটের সন্তান
বউটি তাই দেয় হানা।
নিজের রক্তে আছে স্নেহ
পরের রক্তে রিক্ত,
দু’য়ের মাঝে এতো কেন
ব্যবধানের তিক্ত।
অনেক নারীই বউমা হলে
কয় শ্বাশুড়ি দুষী,
যখন তিনি শ্বাশুড়ি হোন
বউকে দোষে খুশি।
বউকে যদি শ্বাশুড়ি মা
মেয়ের মতো দেখে,
মিলেমিশে কাটবে জীবন
বউমা বলে ডেকে।