বড়োর হিসাব
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

সূর্যের আলো আকাশে যতটা ছড়িয়ে পড়ে

আকাশ তার থেকে বড়ো।

নীল সাগর থেকে নীল আকাশ বড়ো।

চোখের কাজল থেকে চাঁদের কাজল বড়ো।

পূর্ণতা থেকে ইচ্ছা বড়ো।

পরাধীনতা থেকে স্বাধীনতা বড়ো।

….সবকিছু থেকে বিশ্বব্রম্ভান্ড বড়ো।

বিশ্বব্রম্ভান্ড থেকে ঈশ্বর অনেক বড়ো।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন