বরষণ শেষে
- ভাস্কর পাল

শেয়ার করুন

বরষণ শেষে

 

ঈশান কোণে মেঘের দাপট

এই উঠিল ঝড়

গুড় গুড় গুড় শব্দ শুনি

নামলো বরষণ।

টিপ টিপ থেকে টুপ টাপ করে

আসতে আসতে বিশাল

তেজি ঝড়ের দাপটে সবই

হচ্ছে উথাল পাথাল।

ঐ শোনা যায় গর্জনেতে

গর্জে ওঠে গজও

মেঘের আড়ালে মেঘনাদের সেই

বিপুল অট্টহাস্য।

গাছেরা সব দুলছে বড্ডো

তাল মিলিয়ে তালে

নৌকা দোলে নদীর জলে

ক্ষণিক হাওয়া দিলে।

সকল জীবই যে যার পথে

হারিয়ে গেছে কোথা

নাহি চিহ্ন জনমানবের

আসিছে বরষা।

চলল সে ধারা মুসুলধারে

প্রায় সে দু-ঘন্টা

মেঘেরা সব পেয়েছে ছাড়া

যাচ্ছে উড়িয়া।

প্রবল মেঘের বরষণ কেটে

হয়েছে মলিন আকাশ

শুভ্র মেঘে উজ্জ্বলিত

হয়েছে চারপাশ।

গাছপালা সব স্নান করেছে

ধুলো মুছেছে গায়

সবুজ হয়ে চকচকিত

আলোক ছোঁয়া পেয়ে।

আবার রবে অপেক্ষাতে

মেঘ ঘনিবার তরে

বরষণ শেষে মেঘেরা সব

যাচ্ছে উড়ে উড়ে।


শেয়ার করুন

মন্তব্য করুন