বসন্ত প্রেম
দেখেছি তারে নীল পাহাড়ে
খোলা কেশের দোলে,
তাহার মায়ার অবুঝ স্পর্শে
হৃদয় গেছে হারিয়ে।
নীল যমুনায় নৌকা লয়ে
ভাসবো তাহার সনে-
কল্পনাতে ঘর বেঁধেছি
অগোছালো মনে।
সপ্ততরী ভাসিয়ে দেবো
তাহার জন্যে আমি-
পায়ের নুপুর কনক বালায়
মানায় তাকে ভারী।
বৃষ্টি ভেজা সেই বিকেলে
তাহারে কাছে পেলে-
বাঁধবো আমি নতুন খেলা
তাহার সনে মিলে।
অজানা টানে আকর্ষিত
রাতের ঘোরে উন্মাদিত-
উষ্ণতার সেই প্রথম ছোঁয়ায়
বসন্ত প্রেম উন্মুক্ত।।