বাংলা কবিতা : অধমচন্দ্র সেন-কবি রাজকুমার বেরা
-

শেয়ার করুন

জনপ্রিয় কবি রাজকুমার বেরা-এর বাংলা কবিতা : অধমচন্দ্র সেন।

অধমের নাম               অমুক চন্দ্র সেন
স্কুলের গন্ডি?              গড়িয়ে গড়িয়ে টেন
অধমের ঘরে               একটি মাত্র দোর
আসেনি কখনো          সিঁদ কাটা কোনো চোর
অধমের নামে             ফুটপাথ নেই কোনো
অধমের নাম              শুনিনি তো কক্ষণো
শ্রীমান অধম              অধমের মত থাকে
ফুটপাথে বসে              হিজিবিজি সব আঁকে। 
অধম শুনেছি              ভাল ছিল কোনো কালে
অধম রুইতো               বলদের জোড়া হালে
সবুজের ক্ষেত              যা যা ছিল সব গাঁয়ে
কিছু গেল ডাঁয়ে            কিছু গেল শুধু বাঁয়ে
অধম শুনেই                 করেছিল প্রতিহত
বিদ্রোহী হয়ে                 করেছিল বিব্রত
তারপরে কী?                কেবা তার খোঁজ রাখে
শুনেছি অধম                বসে বসে ছবি আঁকে। 

অধমের ছবি                 রামধনু রঙে আঁকা
ধূসর ছবিটা                  এলোমেলো আঁকা বাঁকা                                                        
নদী নালা নেই               গাছপালা কোনো খানে
তবুও অধম                    তুলিগুলো রোজ টানে
একে একে দিন               একে একে যায় মাস
ক্যানভাসে রোজ             ধূসরিত হয় ঘাস
ছবি এঁকে যায়                 অধম চন্দ্র সেন
পড়াশুনা যার                  টেনে টুনে ক্লাস টেন। 
অধমের কাছে                 গোলমেলে আজ সবই
অধমের রঙে                   এলেবেলে সব ছবি
আসলে অধম                   করে যায় শুধু শ্রম
বকলে চ্যাঁচায়                   আরে ওটা নরাধম
নাহলে কী কেউ                 চিৎকার করে রোজ
জমি নিয়ে কেউ                 সাম্যতা করে খোঁজ! 
অধমচন্দ্র                          বসে থাকে চুপচাপ
এসব কথায়                 পড়ে না তো কোনো ছাপ।

অধমচন্দ্র                     একা বসে আছে আজ
অধমচন্দ্র                     করে না  তো কোনো কাজ

সময় হয়েছে                  এইখানে নয় থামি
অধমচন্দ্র                       প্রতীকের মাঝে আমি
শুধু আমি নয়                 হয়তো তুমিও সাথে
অধমের মত                    একইসাথে ফুটপাথে
কৃষকের হাল,                  নয়তো বা হাতে পেন 
আমরা সবাই                    অধমচন্দ্র সেন।     


                   


শেয়ার করুন

মন্তব্য করুন