বাল্মীকী (Balmiki)
- প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra)

শেয়ার করুন

আজকের কবিতাটি কবি  প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra)-এর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বাল্মীকী (Balmiki)। 

অণ্যেরা ফেনায় তুষ্ট, 

খুশি থাকে রামধনু রঙে। 

           নির্যাস খুঁজেছ তুমি

           আদ্যোপান্ত জীবনের

           পঙ্ক পদ্ম সবকিছু দ’লে। 

তাই ঋজু রেখা টানো, 

কোনো দুর্বলতা যাকে টলাতে পারে না। 

কঠিন গণিতে

সত্তা ও সত্যের দুই ভাজ্য ও ভাজকে।

নিশ্চিহ্ন মিলিয়ে দিয়ে

অবশিষ্ট রাখে নি কোথাও

          হৃদয়ের উদ্বৃত্ত কিছুই। 

অস্তলিত তরুণী তোমার

        দৃঢ় হাতে গড়েছে যাদের

তাদের রেখেছে বন্দী অলঙ্ঘ্য শাসনে

        যে ধর্ম জানে না চ্যুতি তারি ধারণায়। 

জীবন উদ্বেল হোক 

          হোক ব্যগ্ৰ উদভ্রান্ত হতাশ, 

 অশিথিল রশ্মি ধরে

          তুমি স্থির কেন্দ্রের বিন্দুতে। 

ওরা বলে অনুতপ্ত দস্যু রত্নাকর

ত্রাণ পেল আপনার

         করুণায় আর্দ্র আদি শ্লোকে। 

সে করুণা তবে বুঝি

         শুধু ক্রৌঞ্চ- মিথুনে নিঃশেষ! 

তপস্যায় নির্দয় বল্মীক

সব ধুলিসার ক’রে

রেখে গেছে শুধু কটি নীতির নিরিখ? 

তা ত নয়, জানি, জানি। 

বিধাতার মত 

আপন সৃষ্টির সত্যে তুমি শৃঙ্খলিত! 

জীবনের বিমূঢ় ব্যথায়

দস্যুর অন্তর কাঁদে

            ঋষি নিরুপায়। 

বাল্মীকী (Balmiki) কবিতাটি ছাড়াও কবি  প্রেমেন্দ্র মিত্র (Premendra Mitra) অন্যান্য কবিতা পড়তে এই লিংক ক্লিক করুন । 


শেয়ার করুন

মন্তব্য করুন