বিচ্ছেদ
কৃষ্ণ কামাল
উঠানে বসিয়া একা
তারার পানে চেয়ে
নাই কান্নার মৃদু ধ্বনি
ঝরিছে দুঃখ আঁখি বেয়ে।
মন চাইছে না মানতে
কাল ছিল আজ নাই
কাঁদিয়া কাঁদিয়া যাচ্ছে হাপিয়ে
বুকে জড়িয়ে ধরার লোক কই।
যে জড়াবে বুকে সেই
সে তো কান্নার কারণ
ওই পাগলী কাঁদিস না
কে করিবে বারণ।
যখন আমি ছিলাম কাছে
তখন তুমি নাওনি খোঁজ
আজকে যখন খুঁজছো তুমি
লক্ষ্য তারার মাঝে নিখোঁজ।
এখান থেকে পাচ্ছি দেখতে
নাই যে কিছু করণীয়
সুখে থাকো হয়ে তুমি
কারো ঘরের ঘরণীয়।