বিদ্রোহ
অর্ঘ্যদীপ বিষই
আমি ছেঁড়া কাপড়ের ফাঁকে দেখেছি- ধ্বংসের মুখে সভ্যতা।
শাসক দল কোথায় গেল.?
চুপ করে কেন জনতা।
নির্জন রাস্তায় গরিবের মেয়েটা যে খুন হল।
কোথায় গেল খুনি..?
আইনের হাত সে তো অনেক বড়ো।
তবু…
কেন শোনায়নি মৃত্যুবাণী..?
আমাদের খিদের জ্বালায় প্রেম
সে তো আসে না…বসন্ত ফাগুনে।
ভিটে-মাটি কোথায় পাবো,
আমরা তো রান্না করি মড়া কাঠের আগুনে।
প্রাচীন,মধ্য,আধুনিক যুগেও
আমরা ভাতের অভাবে দিয়েছি প্রাণ।
গোধূলির প্রান্তে হাঁড়িতে ফোটেনি একমুঠো হাতের ধান।
সমাজের বুকে আমরা তো ছুঁড়ে দেওয়া খড়কুঁটো।
মৃত্যুমিছিলে খাবার খায়,মানুষ হোক বা কুকুরে চাটা এঁটো।
অনেক যুগ কেটে গেল
হচ্ছে কত না তর্ক-যুক্তি।
আসলে…
ঘড়ির কাটা যেমন চলুক
মানুষ চাই না মানুষের মুক্তি।
অনেক দেখেছি শোষণ ভাষণ
দেখেছি অনেক দিনক্ষণ।
যুগের শুরু এবার আমরা করবো
ছাপিয়ে দাও-ন্যায় মুক্তির বিজ্ঞাপন।