বিরহ দেবীর প্রতি
-

শেয়ার করুন

তুমি মানচিত্রের মত কঠিন,
জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী দূরত্ব_
তোমাকে জয় করবার জন্য যথেষ্ঠ কিনা !
একগুচ্ছ শুভ্র কাঠগোলাপ,
বিকেলের পড়ন্ত রোদ্দুর,
সন্ধ্যের স্নিগ্ধতা কিংবা আমার আনমনা উদাস চাহনী__
তোমার কাছে হয়তোবা নিছকই ঢাকের বায়া, বৈকি।

মানবজন্ম বহুবার আসে,
কতবার তুমি এসে ধরা দিবে__
উজ্জ্বলতম নক্ষত্র কিংবা ইন্দুবালা হয়ে ?
আমার নীলাকাশ,
আর সেকেলে ডায়েরির ধূসর পাতা ছেয়ে,
কবে নামাবে একরাশ আনন্দাশ্রু!


শেয়ার করুন

মন্তব্য করুন