বিস্ময়
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আমার মনের ভিতর শত মনের স্থান,

তাতে থাকে হাজার লোকের বাস।

তাদের মিলিয়ে ঐ লক্ষ জোড়া চোখ-

সব চোখেই দেখি কিনা একটাই শুধু মুখ।

কি আশ্চর্য, মুখটা যে আমারই!

এত জন আমায় দেখে-

তবে কেন বসে কাঁদি শুধু নীলকুমারীর তীরে?

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

৩জুন,২০২৩,বেলা এগারোটা, বারুইপুর 

 


শেয়ার করুন

মন্তব্য করুন